Old Memories

নতুন ভর্তি হলাম, 
আজকে বৃহস্পতিবার, হাফ ক্লাস 
হটাত রুটিন এ দেখলাম ২য় পিরিয়ড এ কি যেন একটা আইসিটি ক্লাস করবেন বায়তুল আমান স্যার, প্রথম ক্লাস শেষ এ ঘণ্টা পড়লো , হটাত দেখলাম নীল ব্লেজার এ একজন মানুষ, তিনি তার পরিচয় দিলেন তিনি বায়তুল আমান, একজন সহকারী শিক্ষক, তিনি আমাদের আইসিটি পড়াবেন, তারপরে তিনি জিজ্ঞাসা করলেন যে সবাই কি আইসিটি বইটি এনেছি কিনা, বললো বই গুলো সবাই হাতে নাও আজকে তুমাদের ল্যাব ক্লাস হবে , প্রথম ল্যাব ক্লাস তাই রোমাঞ্চকর লাগলো ব্যাপার টা, সবাই তাড়াহুড়ো করে ২ তলার শেখ রাসেল আইসিটি ল্যাব এ ডুকলাম, একটা ডেস্ক এ ৪ জন ফ্রেন্ড ২ টা ল্যাপটপ নিয়ে বসে পড়লাম , স্যার ল্যাপটপ এ এম এস ওয়ার্ড বের করা শিখালেন, তারপরে সবাইকে নিজের স্কুল এর নাম লিখে নিজের নাম ও লিখতে বললেন 
এই ভাবেই আমাদের প্রথম ল্যাব ক্লাস হলো

স্যার আপনার কাছে আমরা ঋণি
আপনার কারণেই আমাদের অনেকই ছুয়া পেলো কম্পিউটারের

এখন বই টি দেখলে মনে পরে যায় যে, বই খানা হাতে নিয়ে বায়তুল আমান স্যার এর সাথে প্রথম সেই ল্যাব ক্লাস , সবই এখন স্মৃতি 

Writenby : Imtiaz Ahamed Rafii