A short story of my life
A short story of my life:-
ছোট বেলায়,বয়স হয়তো ৫-৬ , কাকা একটা আজব জিনিস ধরিয়ে দিলো , সেই আজব জিনিস আর কিছুই না সবার পরিচিত জিটিএ ভাইস সিটি গেম টা, গেমটা ১ বার খেলেই এত টা ভালো লেগেছিল, এটাই আমার লাইফ এ ফার্স্ট গেমিং ছিল,
আল থ্যাংকস টো মারুফ মোস্তফা যিনি গেমটাকে মড করেছিলেন,
তারপর থেকে ইচ্চা হলো যে বড় হয়ে sofware enginner হব আর গেম বানাবো
আমি ক্লাস ৫ এ উঠি, আম্মুর মাধ্যমে স্মার্ট ফোন এর ছোঁয়া পেলাম, তখন থেকে ইচ্চা যে ফোন এ যদি gta vice city টা খেলতে পারি, কিন্তু তখন আমি তো অ্যাপ ই ইস্টল করতে জানি না 😂, vidmate টা ফোন এর সাথে bootware হিসাব এ আসিল ভাগ্যিস 😂 থ্যাংকস টো phone company, অনেই অ্যাপ নামাইতাম , প্লে স্টোর কি আমি তখন বুঝতাম না, এইযে ক্লাস ৬ এ উঠবো এই সময় টুকি টাকি বুঝি 😐, তখন ইউটিউব দেখে ভাইস সিটি নামানোর চেষ্টা করি , yt তে বেশির ভাগ ই লাইট ভার্সন দিত যা ইন্সটল কঠিন ছিল 😐 তাই পারলাম না , ক্লাস ৬ এ পরীক্ষা, এই পরীক্ষার সময় ই আলাপ হয় tauhid এর সাথে , তাওহীদ রে বললাম যে ভাইস সিটি খেলার অনেক ইচ্চা 😑, পরে তাওহীদ বললো ওর কাছে ফাইল আসে , পরে ওর কাছ থেকে apk+obb ফাইল এনে আবার ঝামেলা, আমি তো শুধু app ইন্সটল পারি , তখন আবার yt দেখে শিখলাম যে কিভাবে apk+obb ইন্সটল করতে হয়, তারপর আবার আরেক ঘটনা আমি pc তে খেলেসি ওইটা তো bangla ভার্সন 😐, পরে আবার yt তে দেখি যে বাংলা আছে কিনা , ২-৩ টা মড পাই , আলামীন তালুকদার এর কিন্তু আমি satisfied ছিলাম না, তারপর ওই ভাবেই game এর স্টোরি ২-৩ বার শেষ করি, তারপরে ইচ্চা জাগে যে আমি নিজেই মোড বানাবো, শুনেছিলাম যে এই মড বানাতে প্রোগ্রামিং লাগে, আমি তো প্রোগ্রামিং পারি না 🙂 শেষ হয়ে গেলো স্বপ্ন, কিন্তু আমি থেমে থাকলাম না , pc এর ভাইস সিটি নামায ওটার audio ফাইল কপি করে phone এর andriod/data/com.rockstar.gtavc এই ফোল্ডার এ দিলেই দেখি যে গেম টা পিসি এর মত বাংলা কথা বললো , আমি তখন সেটিসফাইড
তার কিছু দিন পর জীবনে আসলো free fire, গেম টা ২০২০ এর ফেব্রুয়ারি মাসের কালাহারি আপডেট এর আগে পর্যন্ত আম্মুর ১gb ram এর ফোন এ ভালোই চলতো , তারপরে থেকে lag করা শুরু হলো , ফার্স্ট ৬-৭ মাস bawa gaming, smoke official দের দেওয়া lag fix ফাইল ব্যবহার করলাম, কিন্তু কিছুদিন পরে উনারা আর ফাইল দিলো না 😅 , তখন কোনো এক yt video তে দেখলাম যে প্রোগ্রামিং করে lag fix ফাইল বানানো, আমার তখন আর উপায় নাই ক্লাস ৭ এ পড়ি তখন বুঝলাম যে প্রোগ্রামিং শিখতে হবেই আর যেহেতু আমি গেম ডেভেলপ করতে চাই, first প্রোগ্রাম শিখলাম html, যদিও পরে জানলাম যে এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না , তারপরে শিখলাম c, কিন্তু আমার আর ফাইল বানানো video টা খুজে পেলাম না, আর বানানো হলোও না
কিন্তু এর মধ্যে আমার andriod version 6 এর ফুল ফাইল সিস্টেম মুখস্ত হয়ে গেলো, আমি আমার প্রথম ওয়েবসাইট বানাইলাম তাও ইউটিউব দেখেই 😂, first c program লিখলাম "hello world!"
তারপরে ১ বছর yt তে কাজ করলাম,
Class ৯ এ উঠে yt বাদ দিতে হলো 😐 hasan sir এর পেরায়, তারপরে ফার্স্ট pc build করে শখ মিটিয়ে gta vc খেললাম, কিছুদিন খেলার পর আমি সময় টিভি যে abudulla al jaber ভাই রে দেখলাম আর first ইচ্চা হলো উনার মত সাইবার সিকুরিটি এক্সপার্ট হতে, এর আগে ইচ্চা ছিল গেম ডেভেলপার আর আইডল ছিল fahad akash ভাই, তারপরে আর কি হ্যাকিং শিখতে মন চাইলো কিন্তু আমাকে তো শিখানোর মত কোনো বড় ভাই নাই 😅, আমি ইন্ট্রোভার্ট এর বেষ্ট উদাহরণ, আমি স্কুল এর বাইরে ক্লাস ১০ এর আগে পর্যন্ত কোনোদিনও সময় ই কাটাই নাই, আমার তেমন বন্ধুই ছিল না 😅 যা শিখেছি সব একা, এখন বলতে পারেন ফোন থাকলে yt দেখেই সব শিখা যাই, হ্যাঁ কথা সত্য 🙂 কিন্তু আসলে ফোন পেলেও আমাকে খুব রেস্ট্রিকশন এ রাখা হয়ে ছিল, ক্লাস ৭ এর আগে আমি মাস এ একবার এমবি কিনার tk পেতাম, ক্লাস ৭ এ উঠে টিফিন এর tk জমিয়ে card কিনে শুধু মাত্র গেমস টার জন্য, যাই হোক আসল কথাই আসি
তারপরে ক্লাস ৯ এ থাকাকালীন সময়ে একজন youtuber রে ভালো লাগতো technical sagar, উনার কাছে থেকে hacking এর মানে বুঝলাম, এর মধ্যে yt তেই মেহেদী শাকিল এর ভিডিও দেখে হ্যাকিং এর বেসিক করলাম তারপরে ক্লাস ৯ এর শেষ দিকে আমি dual boot এ kali linux ইন্সটল করলাম আর ১ বছর এর মধ্যে এখন আলহামদুলিল্লাহ day to day use এ kali linux এ কাজ করি তাও সব terminal এ এর মধ্যে, আর হ্যাকিং এর বই পড়া তো চলতেছেই এখন dream mariana web এর এক্সেস নেওয়া
এর মধ্যে আমি phyton,css,java script, boot strap শিখেছি, আর এখন অ্যাসেম্বেলি শিখা শুরু করেছি
আ মি আমার গেম ডেভেলপার এর ড্রিম ও ফিল করার কাজ শিখেছি, unity engine এ আমি গেম ডেভেলপমেন্ট হালকা শিখেছি
আবার এর পাশাপাশি হ্যাকিং/সাইবার সিকুরিটি ড্রিম টা ফিল এর জন্যও প্র্যাকটিস করি, আর অ্যাসেম্বলি শিখলে তারপরে app এর দুর্বলতা খুজমু, bug বাউন্টি করমু
কিন্তু সত্যি বলতে আমি হয়তো আমার ভার্চুয়াল ওয়ার্ল্ড এ বিজয়ী কিন্তু 😅 আমি আমার একাডেমিক লাইফ এ হেরে গিয়েছি 😅
এখন এতো বড় ঘটনা বলার কারণ হচ্ছে, অনেকে বলে তাকে দারা কিছু সম্ভব না, শিখানোর কেউ নেই, ভাই আমাকে দেখ আমি সেলফ লার্নিং করছি তার উপরে কতটা লিমিটেশন, এখন একটা কথাই বলবো যারা কিছু শিখতে চাও, একদিনে কিছুই হবে না , চেষ্টা চালিয়ে যাও একদিন ঠিক ই হবে, আবার আমার মতো তুমার একাডেমিক লাইফ বাদ দিয়ে কিছু করো না